চেন্নাই বন্দরের গুরুত্ব
ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে তামিলনাড়ু রাজ্যে ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর চেন্নাই অবস্থিত। এটি একটি সমুদ্র বন্দর। এখানকার পোতাশ্রয়টি কৃত্রিম হলেও উৎকৃষ্ট। চেন্নাই বন্দরের গুরুত্ব :
(১) অগভীর সমুদ্রে কৃত্রিম পোতাশ্রয় নির্মাণের সুবিধা,
(২) নাতিশীতোষ্ণ আবহাওয়া,
(৩) রেল ও সড়কপথে সুলভ সরবরাহ প্রভৃতি নানা সুবিধা;
(৪) আমদানি ও রপ্তানি বাণিজ্য
এই বন্দরের মাধ্যমে তামিলনাড়ু ও কর্ণাটকের চা কফি ও মশলা; অন্ধ্রপ্রদেশের লৌহ আকরিক, কার্পাস ও কার্পাস বস্ত্র, তামাক, চিনি, তৈল, তৈলবীজ ও চামড়া; তামিলনাড়ুর নারিকেলের শাঁস, ছোবড়া প্রভৃতি জিনিস বিদেশে রপ্তানি করা হয় এবং বিদেশ থেকে উৎকৃষ্ট কার্পাস, যন্ত্রপাতি, খনিজ তৈল, রাসায়নিক দ্রব্য, খাদ্যশস্য, কান্ঠখণ্ড কয়লা প্রভৃতি জিনিস আমদানি করা হয়।
আমদানি বাণিজ্যে চেন্নাই-এর স্থান তৃতীয় ও রপ্তানি বাণিজ্যে চতুর্থ এবং মোট মাল পরিবহনের ক্ষেত্রে এর স্থান কলকাতার ঠিক ওপরে অর্থাৎ চতুর্থ। যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই বন্দরের স্থান ভারতে সর্বোচ্চ।
চেন্নাই বন্দরের মাধ্যমে সাধারণত অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করা হয়ে থাকে।
Frequently Asked Questions
চেন্নাই বন্দরের মাধ্যমে তিনটি উল্লেখযোগ্য রপ্তানি দ্রব্যের নাম লেখ এবং কোন্ কোন্ রাজ্য এর পশ্চাদভূমির অন্তর্গত তা লেখ।
চেন্নাই বন্দরের মাধ্যমে তিনটি উল্লেখযোগ্য রপ্তানি দ্রব্যের নাম কার্পাস, লৌহ আকরিক, নারিকেলের শাঁস।
→ এই বন্দরের পশ্চাদভূমির অন্তর্গত রাজ্যগুলি হল : তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার কিছু অংশ।
Leave a reply
You must login or register to add a new comment .