চাহিদার সূত্র
চাহিদার সূত্র বা নিয়ম অনুযায়ী দ্রব্যের (X) নিজস্ব দাম (P) বাদে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয় অপরিবর্তিত ধরলে, Px বৃদ্ধি পেলে X -এর চাহিদা হ্রাস পায় এবং Px হ্রাস পেলে X-এর চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ, দ্রব্যের দামের সাথে কোনাে দ্রব্যের চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র বলা
হয়।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .