লেনদেনের প্রকৃতি হিসাবে লেনদেন উদ্বৃত্তের হিসাবে দু’টি খাত দেখানাে হয়। একটি হলাে ‘চলতি খাত’ এবং অপরটি হলাে ‘মূলধনি খাত’। এদের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ
চলতি খাত ও মূলধনি খাতের বৈশিষ্ট্য
1. প্রতি বৎসর বৈদেশিক বাণিজ্যে যে সব দেনা-পাওনার সৃষ্টি হয় এবং যেগুলি চলতি বছরের জাতীয় আয় এবং ব্যয়ের সঙ্গে যুক্ত হয়, তাকে লেনদেন উদ্বৃত্তের চলতি খাত বলে।
অন্যদিকে, বৈদেশিক বাণিজ্যে যে সমস্ত দেনা-পাওনার বিষয় প্রত্যক্ষভাবে চলতি বছরের জাতীয় আয় এবং ব্যয়ের সঙ্গে সংযুক্ত হয় না, তাকে লেনদেন উদ্বৃত্তের মূলধনি খাত বলে।
2. চলতি খাতের হিসাব থেকে একটি দেশের বহির্বাণিজ্যের সঙ্গে দৈনন্দিন বাণিজ্যের নিট ঘাটতি বা উবৃত্তের পরিচয় পাওয়া যায়।
অন্যদিকে, মূলধনি খাতে তা জানা যায় না।
3. চলতি খাতে লেনদেনের হিসাবে দৃশ্য ও অদৃশ্য রপ্তানি, দৃশ্য ও অদৃশ্য আমদানি, প্রতিদানহীন পাওনা, প্রতিদানহীন দেনা অন্তর্ভুক্ত থাকে।
অন্যদিকে,মূলধনি খাতের লেনদেন হিসাবে মূলধনের স্বল্পকালীন ও দীর্ঘকালীন আগমন এবং বহির্গমন, প্রত্যক্ষ বিনিয়ােগ, ঋণ এবং ঋণপত্রে বিনিয়ােগ ইত্যাদি বিষয় জানা যায়।
4. চলতি খাতে প্রতিটি দেনা-পাওনাই স্রোতের মতাে প্রবহমাণ ধারণা এবং আবর্তনমূলক।
অন্যদিকে, মূলধনি খাতে ভাণ্ডারবাচক বিষয় -এর দেনা-পাওনা অন্তর্ভুক্ত হয়।
5. চলতি খাতে মূলধনের চলাচল জড়িত নয়।
অন্যদিকে, মূলধনি খাতে মূলধনের চলাচল অন্তর্ভুক্ত থাকে।
6. চলতি খাতের লেনদেনগুলি ঘটে নির্দিষ্ট সময় মেয়াদের মধ্যে এবং এই লেনদেনের ক্ষেত্রে হার শব্দটি ব্যবহৃত হয়।
অন্যদিকে, মূলধনি খাতের লেনদেনগুলি ঘটে আর্থিক বছরের শেষে। এক্ষেত্রে। হার’ শব্দটি ব্যবহৃত হয় না।
7. চলতি খাতে কোনাে দেশের বাণিজ্যগত অবস্থা বা চিত্রটি জানা যায়।
অন্যদিকে, মূলধনি খাতে দেশের মূলধনের পরিমাণ বা ঋণগ্রস্ততার হ্রাস-বৃদ্ধির চিত্রটি পাওয়া যায়।
Read More
- সমক পার্থক্য এর সংজ্ঞা দাও।
- লরেঞ্জ রেখা বলতে কী বােঝাে?
- লরেঞ্জ অনুপাত কাকে বলে?
- সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধা লেখো।
- লরেঞ্জ রেখার সাহায্যে আয় বৈষম্য কীভাবে পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।
- লেনদেন ব্যালেন্সে ঘাটতি কীভাবে দূর করা যায় ?
- বাণিজ্য উদবৃত্ত ও লেনদেন উদবৃত্তের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
- লেনদেন হিসাবের চলতি ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য দেখাও।
- “লেনদেন ব্যালেন্সে সবসময় সমতা থাকে।” – উক্তিটি ব্যাখ্যা করাে।
Leave a reply
You must login or register to add a new comment .