চতুরাশ্রম
আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা। পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের চারটি আশ্রম গড়ে ওঠে। এগুলিকে ‘চতুরাশ্রম’ বলা হত।
এগুলি হল ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশােরে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা। দ্বিতীয় আশ্রম ছিল গার্হস্থ্য বা যৌবনে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবন যাপন করা। তৃতীয় আশ্রম ছিল বানপ্রস্থ। এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হত। সমাজে চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সৰ কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন যাপন করা।
Comment ( 1 )
Hi