ঘাটতি ব্যয়ের অসুবিধা
(ক) ঘাটতি ব্যয়ের ফলে দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় বা মুদ্রাস্ফীতি তীব্রতর হয়। অর্থাৎ অর্থের যােগান বৃদ্ধি পেলেও তাৎক্ষণিকভাবে দ্রব্যসামগ্রীর জোগান বাড়ে। ফলে দ্রব্যসামগ্রীর দাম আকাশছোঁয়া হয়ে পড়ে। ভারতের প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালীন সময়ে যে দামস্তর বৃদ্ধি পেয়েছিল তার অন্যতম কারণ হিসাবে ঘাটতি ব্যয়কেই দায়ী করা হয়।
(খ) ঘাটতি ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতির ফলে ব্যবসায়ীরা লাভবান হয়, কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থির আয়ের ব্যক্তিরা। এর ফলে দেশে আয় এবং ধনবণ্টনে বৈষম্য বৃদ্ধি পায়।
Read More
- ঘাটতি বাজেট কাকে বলে?
- সংকোচনমূলক রাজস্বনীতি কাকে বলে?
- বাণিজ্যচক্র কাকে বলে?
- ভারসাম্য বাজেট গুণক বলতে কী বােঝায়?
- প্রান্তিক আয় কাকে বলে?
- গড় রেভিনিউ কাকে বলে?
- কেন্দ্রীয় ব্যাঙ্কের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলােচনা করাে।
- কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করাে।
- বাণিজ্যিক ব্যাঙ্কের মূল কাজগুলি আলােচনা করাে।
- মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দু’টি রাজস্বনীতি লেখো।
Leave a reply
You must login or register to add a new comment .