গ্রিসের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান বা কেন্দ্র ছিল নগররাষ্ট্র। অ্যাজিয়ান অঞ্চলে নগররাষ্ট্রের উদ্ভব ঘটেছিল এবং খ্রিঃপূর্ব পঞম- চতুর্থ শতাব্দীতে নগররাষ্ট্র পূর্ণতা লাভ করেছিল।
প্রত্নতাত্ত্বিক যুগে নগররাষ্ট্র (Polis-এর উদ্ভবের সময়কাল চিহ্নিত করা বেশ জটিল। তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে, খ্রিস্টপূর্ব অষ্টম শতকে পলিস বা নগররাষ্ট্রের উদ্ভব ঘটেছে।
গ্রিসে নগররাষ্ট্র উদ্ভবের কারণ
ভৌগােলিক পরিবেশ
ঐতিহাসিক জি. গ্লজ (Glotz) এর মতে, গ্রিসের ভৌগােলিক পরিবেশ নগররাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল। সমুদ্রের মাঝখানে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দ্বীপ, পাহাড়বেষ্টিত সমতলভূমি গ্রিসকে ছােটো ছােটো স্বতন্ত্র শহরে বিভক্ত করেছিল।
তিনটি পর্যায়
অ্যারিস্টটল ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে নগররাষ্ট্র উদ্ভবের তিনটি পর্যায়কে চিহ্নিত করেছেন। প্রথম পর্যায়ে উপজাতিভুক্ত মানুষেরা স্বামী, স্ত্রী, পুত্র-কন্যা, ভৃত্য নিয়ে একটি ছােটো পরিবারে (oikia) বাস করত। এই পর্বে সম্প্রদায়গত বন্ধন ছিল মুখ্য উপাদান। দ্বিতীয় পর্যায়ে পরিবার থেকে তৈরি হয় গ্রাম (kome)। তৃতীয় পর্যায়ে কতকগুলি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল একটি রাষ্ট্রকাঠামাে (A perfect community)।
সামরিক কেন্দ্র
গ্রিসের ওপর ডােরিয়ান আক্রমণ ও তাদের বিজয় গ্রিক সমাজে বিপর্যয়ের সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে আত্মরক্ষার তাগিদে পাহাড়ের উপত্যকা বা দ্বীপবাসীদের মধ্যে একটি স্থানীয় সুরক্ষা ব্যবস্থা হিসেবে সামরিক কেন্দ্র অ্যাক্রোপলিস গঠনের প্রয়ােজনীয়তা দেখা দেয়।
উপসংহার
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিক দ্বীপগুলিতে গড়ে উঠেছিল গ্রিক সমাজ। গ্রিক প্রভাব প্রসারিত হয়েছিল নীলনদ ও দক্ষিণ ইতালি পর্যন্ত। পলিস ছিল এক বিশেষ ধরনের সামাজিকগগাষ্ঠীর সহাবস্থান এবং বাসস্থান ও শহরকেন্দ্র। এগুলির মধ্যে উল্লেখযােগ্য ছিল এথেন্স ও স্পার্টা। নগররাষ্ট্র উদ্ভবের প্রথম দিক ছিল সন্ধিক্ষণের যুগ বা অর্থনৈতিক রূপান্তরের যুগ। গ্রামীণ পশুচারণভিত্তিক সমাজে কৃষিবিপ্লবের মাধ্যমে জমিনির্ভর কৃষি ব্যবস্থার প্রতিষ্ঠা এবং ধাতুশিল্প, আবাসস্থল নির্মাণশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শুরুর ফলে পশ্চিমের সঙ্গে ব্যাবসা-বাণিজ্যের সূচনা হয়েছিল।
Leave a reply
You must login or register to add a new comment .