গ্রিনহাউস এফেক্ট
বায়ুমণ্ডলের নিম্নস্তরে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলের উন্নতাও বৃদ্ধি পায়, একেই বলে গ্রিনহাউস এফেক্ট। বিজ্ঞানীদের মতে, এইভাবে বায়ুমণ্ডলের উয়তা বেড়ে গেলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে, ফলে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বেড়ে গিয়ে উপকূলবর্তী নীচু অঞ্চলসমূহ সমুদ্রজলে প্লাবিত হবে এবং বাংলাদেশের মতাে নিম্ন সমতলভূমিসমূহ সমুদ্রে নিমজ্জিত হবে। শুধু তাই নয়, উন্নতা বৃদ্ধি পেলে মরুভূমির আয়তনও বাড়বে এবং বৃষ্টিপাতও অনিশ্চিত হয়ে পড়বে। এর ফলে সারা বিশ্ব জুড়ে কৃষিকাজ, শিল্পকর্ম প্রভৃতি দারুণভাবে ক্ষতিগ্রস্থ হবে।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .