গ্রান্ডব্যাঙ্ক
পৃথিবীর অন্যতম প্রধান মৎস্যশিকার ক্ষেত্র গ্রান্ড ব্যাঙ্ক আসলে একটি অগভীর মগ্নচড়া। নিউ ফাউণ্ডল্যাণ্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব উপকূল বা আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিম উপকূলের বিশাল মহীসোপান অঞ্চলে গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়াটি অবস্থিত।
গ্র্যান্ড ব্যাঙ্কের জলের গভীরতা ২০০ মিটার এবং আয়তন প্রায় ৩৭ হাজার বর্গ কিলোমিটার। শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে সুমেরুবৃত্ত থেকে আসা হিমশৈলগুলোর মধ্যে ছোটো বড়ো শিলা খণ্ড, নুড়ি, কাঁকড় এবং কাদা মিশ্রিত থাকে। শীতল ল্যাব্রাডর স্রোত যখন নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয়, তখন এই স্রোতে ভেসে আসা হিমশৈলগুলোও উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। এইসব হিমশৈলের মধ্যে থাকা ছোটো বড়ো পাথর, নুড়ি, কাদা প্রভৃতি থিতিয়ে পড়ে নিউ ফাউন্ডল্যাণ্ডের পূর্ব উপকূলের সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে ‘গ্রান্ড ব্যাঙ্ক’ নামে বিখ্যাত অগভীর মগ্ন চড়াটির সৃষ্টি করেছে।
গ্রান্ডব্যাঙ্কে মৎস্য চাষের অনুকূল পরিবেশের কারণ
(১) গ্রান্ড ব্যাঙ্ক নামে মগ্নচড়াটি অগভীর হওয়ায় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করার জন্য এখানে মাছের বসবাসের অনুকূল তাপমাত্রা পাওয়া যায়;
(২) উষ্ণ ও শীতল স্রোতের সংযোগ স্থলে প্লাঙ্কটন নামে এক ধরনের অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব প্রচুর পরিমাণে জন্মায়, কারণ গ্রান্ড ব্যাঙ্ক-এ যে সুপ্রচুর জৈব খাদ্য পাওয়া যায় তা প্লাঙ্কটনের প্রধান খাদ্য। এই প্লাঙ্কটন আবার মাছের প্রধান খাদ্য।
অর্থাৎ, মাছের বসবাসের উপযোগী অনুকূল উষ্ণতা ও মাছের খাদ্যের প্রচুর যোগান থাকার জন্য গ্রান্ড ব্যাঙ্ক নামে মগ্নচড়াটিতে মৎস্য চাষের এক বিশেষ অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে যেসব মাছ পাওয়া যায় তাদের মধ্যে কড়, হেরিং, ম্যাকারেল, হ্যাডক, হ্যালিবাট প্রভৃতি মাছ উল্লেখযোগ্য। এছাড়া গ্রান্ডব্যাঙ্ক অঞ্চলটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কড়মাছ শিকার কেন্দ্র হিসেবেও খ্যাত।
Leave a reply
You must login or register to add a new comment .