গ্যাসীয় পদার্থ
সাধারণ উন্নতায় যে-পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে না, যে-পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে তাকে গ্যাসীয় পদার্থ বলে। যেমন—অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি।
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য
1. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন থাকে না। বর্ণহীন হলে চোখে দেখা যায় না।
2. গ্যাসীয় পদার্থ সর্বদা আবদ্ধ পাত্রে রাখতে হয় তা না হলে চারদিকে ছড়িয়ে পড়ে।
3. স্থির চাপে উন্নতা বাড়ালে বা কমালে গ্যাসের আয়তন বাড়ে বা কমে।
4. স্থির উন্নতায় চাপ বাড়ালে বা কমালে গ্যাসের আয়তন কমে বা বাড়ে।
5. পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া না হলে বিভিন্ন গ্যাস যে-কোনো আয়তনে পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে।
6. গ্যাসীয় পদার্থের ঘনত্ব গ্যাসের চাপ এবং উন্নতার ওপর নির্ভর করে।
7. একই চাপ ও উন্নতায় সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .