গৌর
ভূবিজ্ঞানী ব্যাগনল্ডের মতে এক মিটারের বেশি উচ্চতায় বায়ু ক্ষয় কাজ করতে পারে না। মরু অঞ্চলে কোনাে গম্বুজাকৃতি শিলাস্তুপের ওপরে কঠিন শিলা ও নীচে নরম শিলা থাকলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় নরম শিলা তুলনামূলকভাবে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙের ছাতার মতাে আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করলে তাকে গৌর বা মাসরুম বা শিলাবেদী মূল বলে। নীচের অংশ অপেক্ষাকৃত সরু হয় এবং ওপরের অংশ বেশ চওড়া হয়। উদাহরণ—সাহারা মরুভূমিতে অসংখ্য গৌর দেখা যায়।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .