দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক
যে সমস্ত খাদক-প্রাণী খাদ্য হিসেবে তৃণভােজী প্রাণীদের বা প্রাথমিক খাদকদের খায়, তাদের দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক বলে। এরা মাংসাশী-স্তন্যপায়ী প্রাণী। যেমন- কুকুর, বিড়াল, জলজ পতঙ্গ, ছােটো মাছ, চিংড়ি ইত্যাদি। ইংরেজি ভাষান্তরে দ্বিতীয় স্তরের খাদকদের সেকেন্ডারি কনজিউমার (Secondary Consumers) বলে।
Read More
- বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (Ecosystem) কাকে বলে?
- বাস্তুসংস্থান বা বাস্তব্যবিদ্যা বা ইকোলজি (Ecology) বলতে কী বােঝায়?
- ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী?
- স্বভােজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান (Autotrophic Components) কী?
- তৃণভােজী খাদক বা হার্নিভাের (Herbivores) কাদের বলে?
- মাংসাশী-স্তন্যপায়ী খাদক বা কার্নিডাের (Carnivores) কাদের বলে?
- সর্বভুক খাদক বা ওমনিভাের (Omnivores) কী?
- প্রাথমিক খাদক কাদের বলে ?
- তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক কাদের বলে?
- মাইক্রোকনজিউমার বা ডিকম্পােজার বা বিয়ােজক কী ? এদের কাজ কী?
- এডস (HIV/AIDS) কী? এর লক্ষণ কী কী? এডস রােগের নিরাময় কী?
Leave a reply
You must login or register to add a new comment .