গঙ্গাকে আদর্শ নদী বলে কেন
গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি এই উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গানদীর পার্বত্যপ্রবাহ বা উচ্চগতি হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত সমভূমিপ্রবাহ বা মধ্যগতি এবং রাজমহল থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত অর্থাৎ মোহানা পর্যন্ত বদ্বীপপ্রবাহ বা নিম্নগতি, যেহেতু গঙ্গা নদীর গতিপথে তিনটি গতিই সুস্পষ্টভাবে লক্ষ করা যায়। সে কারণে গঙ্গাকে আদর্শ নদী বলা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .