খাদ্যজাল বা খাদ্যজালিকা বা ফুড ওয়েব
বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্যশৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে, পরিবেশে বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে খাবারের আদান-প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বা খাদ্যজালিকা বা ফুড ওয়েব (Food Web) বলে। যেমন –
খাদ্যশৃঙ্খল (১) : ঘাস → ঘাসফড়িং → বাজপাখি
খাদ্যশৃঙ্খল (২) : ঘাস → ঘাসফড়িং → গিরগিটি → বাজপাখি
খাদ্যশৃঙ্খল (৩) : ঘাস → খরগোশ → বাজপাখি
খাদ্যশৃঙ্খল (৪) : ঘাস → ইঁদুর → বাজপাখি
খাদ্যশৃঙ্খল (৫) : ঘাস → ইঁদুর → সাফ → বাজপাখি
সংশ্লিষ্ট উদাহরণ থেকে দেখা যায় যে, উৎপাদক স্তরে ঘাস এবং সর্বোচ্চ খাদক স্তরে বাজপাখির মধ্যে পাঁচ রকম খাদ্যশৃঙ্খল আছে, যারা পরস্পর সংযুক্ত হয়ে একটি খাদ্যজাল বা খাদ্যজালিকা বা ফুড ওয়েব (Food Web) গঠন করেছে।
Leave a reply
You must login or register to add a new comment .