খাদার
গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী যে সমস্ত অঞ্চল নবীন পলিমাটি দিয়ে গঠিত তারা খাদার নামে পরিচিত। এই অঞ্চলটি নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলকভাবে নিম্নভূমি। মধ্য ও নিম্ন গাঙ্গেয় সমভূমি প্রধানত খাদার মৃত্তিকায় গঠিত।
ভাঙ্গর
অন্যদিকে, গাঙ্গেয় সমভূমির নদীর অববাহিকা থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি দিয়ে গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। এই অঞ্চলটি প্রাচীন পলিমাটি দিয়ে গঠিত সামান্য উঁচু সমতল ভূমি উচ্চ গাঙ্গেয় সমভূমি প্রধানত ভাঙ্গর মৃত্তিকায় গঠিত হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .