খনিজ তেলের উৎস ও ব্যবহার
আজকের দিনে সভ্যতার বিকাশ এবং অর্থনীতির অনেকটাই খনিজ তেল বা পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। পৃথিবীর প্রায় অর্ধেক পরিমাণ প্রয়োজনীয় শক্তির জোগান দেয় পেট্রোলিয়াম। পাথরের তলদেশে এই খনিজ সম্পদ তরল অথবা গ্যাসীয় অবস্থায় প্রবাহিত হয়।
খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অ্যাভিয়েশন স্পিরিট উৎপন্ন হয়। পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধান ব্যহহৃত হয়। এ ছাড়া মোটর, ট্রাক, জাহাজ, এরোপ্লেন চালাতে এবং রাসায়নিক সার, প্রাস্টিক, প্রসাধন সামগ্রী উৎপাদএন পেট্রোলিয়াম এবং তার উপজাত পদার্থগুলি ব্যবহার হয়ে থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .