ক্যালিডোস্কোপ যন্ত্রের গঠন
ক্যালিডোস্কোপ তৈরির জন্য তিনটি আয়তাকার 15 সেমি × 4 সেমি দর্পণের টুকরোি নিলাম। এদের এমনভাবে জোড়া লাগালাম, যেন প্রতিকূলক তলগুলি মুখোমুখি 60° কোণে আনত থেকে একটি প্রিজম গঠিত করে।
এই প্রিজনকে একটি বৃত্তাকার কার্ডবোর্ড বা শক্ত আর্ট পেপারের তৈরি নলের মধ্যে আটকে দিলাম। নলের দৈর্ঘ্য অপেক্ষা প্রিজমের দৈর্ঘ্য সামান্য কম। মাঝখানে ছিদ্র আছে এমন একটি কার্ডবোর্ডের চাকতি দিয়ে নলটির এক প্রান্ত বন্ধ করে যম। নলের অপর প্রান্তে দুটি কাচের চাকতি বসানো থাকে, যার ভিতরের চাকতিটি স্বচ্ছ কাচনির্মিত এবং বাইরের চাকতিটি ঘরা কাচ দিয়ে তৈরি। কাচের টুকরোর ওপর অনেকগুলি রঙিন কাচের ছোটো টুকরো রেখে এমনভাবে বন্ধ করে দিলাম যাতে কাচের টুকরোগুলি নড়াচড়ার জন্য যথেষ্ট জায়গা পায়।
Leave a reply
You must login or register to add a new comment .