ক্যাবিনেট মিশন
১৯৪৬ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলী ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরিত করার কথা ঘােষণা করে ছিলেন। এজন্য ভারতীয় নেতাদের সাথে আলােচনার উদ্দেশ্যে তিনি ক্যাবিনেট মিশন’ পাঠিয়েছিলেন। ব্রিটিশ মন্ত্রীসভায় সদস্যদের নিয়ে এই মিশন গঠিত ছিল বলে একে ক্যাবিনেট মিশন বলে।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব
ক) ভারতে ব্রিটিশ অধিকৃত এলাকা এবং দেশীয় রাজ্যগুলি নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হবে।
খ) প্রাদেশিক সরকারগুলির স্বায়ত্ত শাসনাধিকার থাকবে।
গ) ভারতের হিন্দু ও মুসলিম প্রধান অঞ্চলকে যথাক্রমে ক’ ও ‘খ’ এবং বাংলা ও আসামকে মিলিতভাবে ‘গ’– এই তিনভাগে ভাগ করা হবে। এগুলিকে আলাদা আলাদা শাসনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হবে।
ঘ) প্রদেশ সমূহ এবং দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধিরা যৌথভাবে যুক্ত রাষ্ট্রের শাসনতন্ত্র রচনা করবেন।
ঙ) যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র রচিত না হওয়া পর্যন্ত একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে।
Leave a reply
You must login or register to add a new comment .