কোল বিদ্রোহের গুরুত্ব
এই বিদ্রোহ দমন করা হয়েছিল। কিন্তু অসন্তোষের ভয়ে এখানে পৃথক (১) প্রশাসনিক ব্যবস্থা দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলা হয়েছিল। (২) সরকার আদিবাসীদের জন্য এলাকা নির্দিষ্ট করে দিয়ে সেখানে ব্রিটিশ আইন কার্যকারী হবে না বলে ঘোষণা করে। (৩) আদিবাসীদের জমি যাতে জমিদার দখল নিতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। (৪) একজন রাজনৈতিক প্রতিনিধির ওপর এই অঞ্চলের শাসনভার ন্যস্ত করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .