কেন্দ্রমণ্ডল
পৃথিবীর কেন্দ্র থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত অঞ্চলটি কেন্দ্রমণ্ডল (Core) বা সেন্ট্রোস্ফিয়ার (Centrosphere) নামে প্রসিদ্ধ। রাসায়নিক পরিভাষায় কেন্দ্রমণ্ডলকে নাইফ (NIFE) বলা হয়। কারণ এখানে নিকেল (Ni) ও লােহা (Fe) [Ni + Fe = NIFE]-র প্রাধান্য রয়েছে। এ ছাড়া, এখানে পারদও (mercury) পাওয়া যায়। কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ আছে, যথা বহিস্থ কেন্দ্রমণ্ডল (Outer Core) এবং অন্তস্থ কেন্দ্রমণ্ডল (Inner Core)। বুলেন বিযুক্তি বা লেহম্যান বিযুক্তি (Bullen Discontinuity / Lehmann Discontinuity) বহিস্থ এবং অন্তস্থ কেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে।
Leave a reply
You must login or register to add a new comment .