কৃষি বনসৃজনের প্রকৃতি
কৃষি বনসৃজন বহু উদ্দেশ্যসাধক (multipurpose) প্রকল্প। বনভূমিকে রক্ষা করা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, কৃষকের আয় বৃদ্ধি করা, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজন করা ইত্যাদি নানা সুবিধার কথা ভেবেই, কৃষি বনসৃজন প্রকল্পের শুরু। এই প্রকল্পের মাধ্যমে কৃষক শুধু অপরের ভোগের জন্য সামগ্রী উৎপাদন করে না। কৃষক নিজে সংগঠকের (entrepreneur) ভূমিকাও পালন করে।
Leave a reply
You must login or register to add a new comment .