Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

টিকা লেখ : কাশ্মীর উপত্যকা।

কাশ্মীর উপত্যকা

কাশ্মীর হিমালয় অবস্থিত অপরূপ সৌন্দর্যময় উপত্যকা হল কাশ্মীর উপত্যকা।

অবস্থান

কাশ্মীর উপত্যকা পশ্চিম হিমালয়ের অন্তর্গত পিরপাঞ্জাল পর্বত শ্রেণী ও জাস্কার পর্বতের মাঝে অবস্থিত। শ্রীনগরের দক্ষিণে প্রায় 100 কিমি বিস্তৃত পিরপাঞ্জাল পর্বত শ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।

ভূস্বর্গ

কাশ্মীর উপত্যকা উলার, ডাল হ্রদ ও চারিপাশে বরফাবৃত শৃঙ্গ, পপলার-চিনার বৃক্ষের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত।

উৎপত্তি

ভূতত্ত্ববিদদের মতে বহুকাল আগে, প্লিস্টোসিন যুগের দুটি পর্বতের মাঝে হ্রদ ছিল যা পরবর্তীকালে নদী ও হিমবাহ দ্বারা সঞ্চয়কার্যের ফলে ভরাট হয়ে সমতল কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়।

বৈশিষ্ট্য

  1. ভূপ্রকৃতি: ভূ-প্রকৃতিগত দিক থেকে এটি একটি হ্রদ সমভূমি।
  2. দৈর্ঘ্য: কাশ্মীর উপত্যকার দৈর্ঘ্য প্রায় 135 কিমি।
  3. প্রস্থ: কাশ্মীর উপত্যকা প্রায় 40 কিমি চওড়া।
  4. আয়তন: কাশ্মীর উপত্যকার আয়তন প্রায় 4921 বর্গ কিমি।
  5. কারেওয়া মৃত্তিকা: কাশ্মীর উপত্যকায় প্রাচীন পলি সমৃদ্ধ উর্বর ধাপযুক্ত ভূমি কারেওয়া মৃত্তিকা নামে পরিচিত।
  6. জাফরান চাষ: কাশ্মীর উপত্যকার উর্বর কারোয়ার মৃত্তিকা জাফরান চাষের জন্য প্রসিদ্ধ।

Frequently Asked Questions

কাশ্মীর উপত্যকার আয়তন প্রায় 4921 বর্গ কিমি।

কাশ্মীর উপত্যকার দুটি হ্রদ হল উলার ও ডাল হ্রদ।

নদী ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পিরপাঞ্জাল ও জাস্কার উপকার মাঝে অবস্থিত হ্রদ ভরাট হয়ে কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়।

কাশ্মীর উপত্যকা জাফরান চাষের জন্য বিখ্যাত।

কাশ্মীর উপত্যকা পিরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে অবস্থিত।

কাশ্মীর উপত্যকায় পলি গঠিত উর্বর কারেওয়া দেখা যায়।

Leave a reply