Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমস্যা সমাধানের উপায় আলোচনা করো।

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমস্যা সমাধানের উপায় আলোচনা করো।

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা

ভারতের কার্পাস বয়ন শিল্প বর্তমানে অনেকগুলি সমস্যার সম্মুখীন , যেমন―

  1. বড়ো আঁশের ভালো তুলো ভারতে বেশি উৎপন্ন হয় না , বিদেশ থেকে আমদানি করতে হয়।
  2. অধিকাংশ বস্ত্র কারখানার যন্ত্রপাতি পুরোনো। ফলে উন্নত মানের জামাকাপড় তৈরি করা যায় না এবং উৎপাদন খরচ অনেক বেশি পড়ে।
  3. টেরিন , টেরিকটন , টেরিলিন প্রভৃতি কৃত্রিম তন্তুজাত বস্ত্রের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নামতে হয়।
  4. সাম্প্রতিককালে পরিচালন ব্যবস্থার ত্রুটি ও শ্রমিক অসন্তোষের জন্য অনেকগুলি বস্ত্র কারখানা বন্ধ হয়ে গেছে।
  5. দেশের তুলো উৎপাদক এলাকা প্রধানত পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত বলে উত্তর ও পূর্বাঞ্চলের বয়ন কলগুলিতে কাঁচামাল সবসময় ঠিকমতো পাওয়া যায় না। তা ছাড়া , দুরত্বের জন্য কাঁচামালের পরিবহন ব্যয়ও বেশি পড়ে।
  6. আন্তর্জাতিক বাজারে জাপান , চিন , ব্রিটেন প্রভৃতি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যার সমাধান

ভারতে কার্পাস বয়ন শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কতকগুলি ব্যবস্থা গৃহীত হয়েছে। যেমন—

  1. উন্নত মানের বস্তু উৎপাদনের জন্য বিদেশ থেকে দীর্ঘ আঁশযুক্ত তুলো আমদানি করা ছাড়াও উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক এলাকায় জলসেচের সাহায্যে দীর্ঘ আঁশযুক্ত তুলো চাষের ব্যবস্থা করা হয়েছে।
  2. কার্পাস বয়ন শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে মিলগুলিকে সাহায্য করার জন্য ভারত সরকার ‘ জাতীয় সুতি বস্ত্র কর্পোরেশন ‘ নামে একটি সংস্থা গঠন করেছেন।
  3. বিদেশি প্রতিযোগিতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এবং রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে ‘ কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা ‘ নামে আর একটি সংস্থা গঠিত হয়েছে।
  4. পুরোনো যন্ত্রপাতির বদলে মিলগুলিতে আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি বসানোর ব্যবস্থা হয়েছে।
  5. উৎপাদিত বস্ত্রের উৎকর্য বাড়ানোর উদ্দেশ্যে কয়েকটি গবেষণা সংস্থা গঠন করা হয়েছে , যেমন — ‘ আমেদাবাদ টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ , ‘ মুম্বাই টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ , কোয়েম্বাটোর এর ‘ সাউথ ইন্ডিয়া রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ প্রভৃতি।
  6. বন্ধ হয়ে যাওয়া ও রুগ্‌ণ মিলগুলির পুনরুজ্জীবনের লক্ষ্যে ‘ ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড ‘ নামে একটি সংস্থা গঠিত হয়েছে।

Leave a reply