Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



কলকাতা নগর সম্বন্ধে সংক্ষেপে লিখ।

কলকাতা নগর

■ [১] অবস্থান

গঙ্গার মোহনা থেকে ১২৮ কিলোমিটার অভ্যন্তরে হুগলি নদীর বামতীরে, ৭৪টি শহরপুঞ্জ নিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী এবং একদা সারা ভারতের রাজধানী কলকাতা বা কলকাতা মহানগর অবস্থিত। কলকাতার আয়তন হল ১০৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে এটি ভারতের দ্বিতীয় জনবহুল মহানগর।

■ [২] ঐতিহাসিক গুরুত্ব

আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৬৯০ সালে জব চার্ণক নামে জনৈক ইংরাজ কুঠিয়াল সুতানটি, গোবিন্দপুর ও কলকাতা—এই তিনটি গ্রামে কলিকাতা মহানগরের পত্তন করেন। এটি ইংরেজদের হাতে তৈরি করা শহর। ভারতে ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সারা ভারতের রাজনীতি ও প্রশাসনে বৃটিশ ভারতের রাজধানী হিসেবে কলকাতা শহরের গুরুত্ব অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ১৯১১ সাল পর্যন্ত কলকাতা বৃটিশ ভারতের রাজধানী ছিল। ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

■ [৩] শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্ব

কলকাতা মহানগর ব্যাবসাবাণিজ্য, রাজনীতি শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্রস্থল। কলকাতায় তিনটি বিশ্ববিদ্যালয় আছে।

■ [৪] শিল্প ও বাণিজ্য কেন্দ্র হিসাবে কলকাতার গুরুত্ব

কলকাতা হল পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প-বাণিজ্য কেন্দ্র। কলকাতার নিকটবর্তী হুগলি নদীর উভয় তীরে ভারতের প্রায় অধিকাংশ পাটকল অবস্থিত। এছাড়া কলকাতায় কম্পিউটার ও ইলেকট্রনিক্স শিল্প, রাসায়নিক শিল্প, চামড়া শিল্প, মুদ্রণ শিল্প, মোটরগাড়ি উৎপাদন কেন্দ্র, বস্ত্রবয়ন কল, কাগজ কল, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প, জুতোর কারখানা, হোসিয়ারি শিল্প প্রভৃতি গড়ে উঠেছে।

এছাড়া গোটা পূর্বাঞ্চল তথা সারা ভারতের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে কলকাতার অপরিসীম গুরুত্ব রয়েছে।

■ [৫] পরিবহন 

কলকাতা-দিল্লি (২ নং জাতীয় সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড), মুম্বই (৬ নং জাতীয় সড়ক), চেন্নাই (৫নং জাতীয় সড়ক) সহ ভারতের প্রত্যেকটি শহরের সঙ্গে সড়কপথে যুক্ত।

→ সারা ভারতের মধ্যে একমাত্র কলকাতা শহরেই ভূগর্ভস্থ রেলপথ আছে। এছাড়া কলকাতা রেলপথ এবং বিমানপথে ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে সংযুক্ত। কলকাতা শহরটি হাওড়া শহরের সঙ্গে রবীন্দ্র সেতু ও বিদ্যাসাগর সেতু দ্বারা যুক্ত।

■ [৬] কলকাতা বন্দর ও বিমান বন্দর

শিল্পদ্রব্য বিদেশে আমদানি-রপ্তানি করার ক্ষেত্রে কলকাতা বন্দর ভারতে অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। অসমসহ গোটা উত্তর-পূর্বাঞ্চল,পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশ এই বন্দরের পশ্চাদভূমি। তবে হুগলিনদী মজে যাওয়ায় বর্তমানে এই বন্দরে বড়ো জাহাজের প্রবেশ করা কষ্টকর হয়ে উঠেছে।

কলকাতার দমদমে একটি আন্তর্জাতিক বিমান বন্দর আছে, বর্তমানে এই বিমান বন্দরটিরনাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর।

■ [৭] রেলের সদর দপ্তর

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত।

■ [৮] দর্শনীয় স্থান

কলকাতার বহু দর্শনীয় স্থানের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যাদুঘর,কালিঘাটের মন্দির, বিজ্ঞান নগরী, যুবভারতী ক্রীড়াঙ্গন, নিক্কোপার্ক, অ্যাকোয়া পার্ক, নেতাজি ইণ্ডোর স্টেডিয়াম, রবীন্দ্র সেতু ও বিদ্যাসাগর সেতু, চিড়িয়াখানা, জাতীয় গ্রন্থাগার, বোটানিক্যাল গার্ডেন, বিড়লা প্ল্যানেটোরিয়াম, হাইকোর্ট, রাজভবন প্রভৃতি উল্লেখযোগ্য।

Leave a reply