রাজধানী হিসেবে কলকাতার গুরুত্ব
কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী শহর। তাই পশ্চিমবঙ্গে কলকাতার গুরুত্ব বিশেষভাবে উল্লেখিত।
কলকাতার অবস্থান
গঙ্গা নদীর মোহানা থেকে প্রায় 130 কিমি অভ্যন্তরে হুগলি নদীর বামতীরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অবস্থিত। এটি ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর।
কলকাতার পত্তনকাল
অনেক বিশেষজ্ঞের মতে 1690 সালের 24 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জব চার্নক কলকাতা শহরের পত্তন করেছিলেন। সুতানুটি , গোবিন্দপুর ও কলকাতা নামক তিনটি গ্রাম নিয়ে এই শহরের সূচনা হয়। 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী।
কলকাতা শহরের গুরুত্ব
কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর , কারণ—
বাণিজ্যিক রাজধানী
প্রায় 185 বর্গকিমি আয়তন বিশিষ্ট কলকাতা হল ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের রাজধানী।
প্রাসাদ নগরী
কলকাতা শহরে বেশ কয়েকটি দর্শনীয় প্রাসাদ (যেমন — উত্তর কলকাতার রাজেন মল্লিকের প্রাসাদ , জোড়াসাঁকো ঠাকুরবাড়ি , শোভাবাজার রাজবাড়ি ইত্যাদি) থাকায় একে প্রাসাদ নগরী (city of palaces) বলা হয়।
জনসংখ্যা
কলকাতা ভারতের একটি গুরুত্বপূর্ণ মহানগর এবং এই শহরের জনসংখ্যা প্রায় 4496694 জন (2011) এবং জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 24306 জন (2011)।
শিক্ষা , সংস্কৃতি ও বাণিজ্য কেন্দ্র
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রধান শিক্ষা , সংস্কৃতি ও বাণিজ্য কেন্দ্র হল কলকাতা।
শিল্পকেন্দ্র
কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের শিল্প , যেমন — পাটশিল্প , ইঞ্জিনিয়ারিং শিল্প , বস্ত্র শিল্প , কাগজ শিল্প প্রভৃতি।
যোগাযোগের কেন্দ্র
পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের সদর দফতর হল কলকাতা। পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর দমদম , কলকাতায় অবস্থিত। 2 , 34 , 35 ও 6 নং জাতীয় সড়ক কলকাতার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে।
অন্যান্য
কলকাতা শহরের অন্যান্য গুরুত্বগুলি হল—
- পূর্ব ভারতে একমাত্র কলকাতা শহরে ভূগর্ভ রেলপথ চালু আছে ,
- কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান বন্দর ,
- কলকাতার দর্শনীয় স্থানগুলি হল জাদুঘর , চিড়িয়াখানা , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল , বিড়লা তারামণ্ডল , সায়েন্স সিটি ইত্যাদি।
Leave a reply
You must login or register to add a new comment .