কয়লার গুরুত্ব
কয়লা হল চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ। তবে কয়লার ভাণ্ডার সীমিত ও ক্ষয়িষ্ণু।
- কয়লা একটি অপুনর্ভব গচ্ছিত সম্পদ। তাই ব্যবহারের ফলে ক্রমশই নিঃশেষিত হয়।
- জ্বালানি এবং কাঁচামাল দু-ভাবেই শিল্পে ব্যবহৃত হয়।
- কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য উৎপাদন করা হয়।
- খনি থেকে উত্তোলন করার পর কয়লা সঞ্চয় করে রাখা যায়।
- কয়লা ভারী ও কঠিন বলে এর পরিবহনযোগ্যতা কম , তাই পরিবহন ব্যয়ও বেশি।
- কয়লা থেকে যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় , তার প্রাথমিক ব্যয় বেশি , কিন্তু আবর্তক ব্যয় কম।
- কয়লার ইউনিট প্রতি তাপ ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা খনিজ তেল ও জলবিদ্যুতের তুলনায় কম।
- কয়লা ভিত্তিক শক্তি উৎপাদন দহন নির্ভর বলে যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয় , ফলে রক্ষণাবেক্ষণ ব্যয় খুব বেশি হয়।
- ভারতের মোট শক্তি উৎপাদনের প্রায় ২৬ শতাংশ কয়লা থেকে উৎপাদিত হয়।
- খনি থেকে উত্তোলন এবং তারপর শক্তি উৎপাদন — এজন্য প্রচুর শ্রম শক্তির প্রয়োজন হয়।
- ছাই , ধোঁয়া বা বিভিন্ন প্রকার গ্যাস নির্গত হয় বলে কয়লার ব্যবহার পরিবেশ পরিবেশ দূষণের অন্যতম কারণ।
Leave a reply
You must login or register to add a new comment .