কচ্ছের রণ
ভারতের গুজরাত রাজ্যে ‘কচ্ছের রণ’ অবস্থিত। কচ্ছের রণ-এর ভূমিরূপ :
(i) গুজরাত রাজ্যের উত্তরাংশে, তিনদিকে জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপের বিস্তীর্ণ, অগভীর, লবণাক্ত জলাভূমিকে ‘রণ’ বলে।
(ii) কোনো এক সময় কচ্ছের রণ অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলবর্তী আরব সাগরের একটি প্রসারিত অগভীর অংশ ছিল। বর্তমানে গুজরাত সমভূমিতে অবস্থিত এই অঞ্চলটির কোনো কোনো অংশ সম্পূর্ণ শুষ্ক, উদ্ভিদহীন ও সাদা লবণে ঢাকা বালুকাময় সমভূমিতে পরিণত হয়েছে। এই অংশটিই হল ‘কচ্ছের রণ’
(iii) কচ্ছের রণের উত্তর অংশটিকে ‘বড়ো রণ’ এবং পূর্বের অংশটিকে ‘ছোটো রণ’ বলে।
Leave a reply
You must login or register to add a new comment .