একগামী বিবাহ ব্যবস্থা
একগামী বিবাহ (monogamy) ব্যবস্থায় একজন স্ত্রী ও একজন পুরুষের মধ্যে যৌন সম্বন্ধ থাকে অর্থাৎ তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্বন্ধ থাকে। যেহেতু এই ব্যবস্থায় একজন স্ত্রী ও একজন পুরুষ একত্রে বাস করে সেজন্য বিবাহের পবিত্রতা রক্ষার সম্ভাবনা বেশী ও যৌন উচ্ছঙ্খলতার স্থান কম। স্বামী-স্থির মধ্যে প্রেম-ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ভালভাবে বিকাশ পায় এবং সাংসারিক শান্তি বজায় থাকে। ছেলে মেয়েরাও পিতা-মাতার আশ্রয়ে থেকে শান্তি ও নিরাপত্তা লাভ করে, সাংসারিক ধারা অব্যাহত থাকে। পুত্র সন্তানগণ নিজেদের অবাঞ্ছিত মনে করে না।
কিন্তু একক বিবাহ ব্যবস্থায় যদি কোন কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধের অবনতি ঘটে, স্বামী যদি যৌন তৃপ্তিলাভ না করে তাহেল এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা না থাকায় স্বামী অত্যাচারী হয়ে ওঠে। স্বামী ও স্ত্রী উভয়ের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। পরিবার ভেঙে যায়। অনেকে মনে করেন বিবাহিত জীবন নারীর মোক্ষ। স্বামীকে বাদ দিলে সমাজে নারীর কোন স্থান নেই। এই বিবাহ ব্যবস্থায় নারীর নিজস্ব সত্তা স্বীকার করা হয় না। নারী প্রায় পুরুষের দাস রূপে পরিগণিত হয়। এক বিবাহ ব্যবস্থায় অন্যান্য ব্যবস্থার মত দোষ ত্রুটি সম্পন্ন বটে, কিন্তু বহু বিবাহের চেয়ে এটি নিঃসন্দেহে শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে স্বামী-স্ত্রী প্রায় সমমর্যাদা লাভ করে পরিবারে; পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকার সম্ভবনা বেশী।
Leave a reply
You must login or register to add a new comment .