উডের নির্দেশনামা
সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল-কলেজ প্রতিষ্ঠিত হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠক্রম ও পঠনশৈলীর মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না। সেইজন্য ১৮৫৮ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চালর্স উড্ শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করেন তা উডের নির্দেশনামা নামে খ্যাত।
উডের নির্দেশনামায় উল্লেখযোগ্য সুপারিশ
উডের নির্দেশনামায় উল্লেখযোগ্য সুপারিশগুলি হল—
- নিরপেক্ষ শিক্ষানীতি চালু করা,
- প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সুবিন্যস্ত শিক্ষাপদ্ধতি তৈরি করা,
- স্কুল তৈরির জন্য সরকারি অনুদান মঞ্জুর করা,
- শিক্ষার ব্যয় বহনের জন্য বিত্তশালীদের সাহায্য নেওয়া,
- মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান,
- বিশ্ববিদ্যালয় স্থাপনের ওপর জোর দেওয়া।
এছাড়াও উড্ বলেন যে, “English for the selected few and vernacular for the masses”. উডের এই প্রতিবেদন ভারতে শিক্ষা বিস্তারের ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ।
Leave a reply
You must login or register to add a new comment .