ইন সিটু কনজারভেশন
কোনো উন্নত বা বিরল, অবলুপ্তপ্রায় জীবকে তার নিজস্ব বাসভূমি অর্থাৎ নিবাস বা বাসস্থলের অন্তর্গত কোনো স্থানে সংরক্ষণ করাকে ইন সিটু কনজারভেশন (In-Situ Conservation) বলে। এই ধরনের সংরক্ষণের জন্য অভয়ারণ্য, সংরক্ষিত বনভূমি ইত্যাদি তৈরি করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .