ইজারা কী
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ১৭৭৭ খ্রিস্টাব্দে জমিদারদের এক বছরের নির্দিষ্ট অর্থের বিনিময়ে ভূমিরাজস্ব স্বত্ব প্রদান করেন যাকে ইজারা বলা।
১৭৮৯ খ্রিস্টাব্দে দশ বছরের জন্য জমি নিলামে ডেকে কর্নওয়ালিশ ইজারা দেন ও রাজস্ব বিভাগের কর্মচারীদের সঙ্গে স্থায়ী একটি ব্যবস্থা প্রবর্তনের জন্য আলাপ-আলোচনা শুরু করেন। রাজস্ব বিভাগের প্রধান জন শোর মোগল যুগের মতো জমিদারদের সঙ্গে স্থায়ী মালিকানা সংক্রান্ত বন্দোবস্ত করার পরামর্শ দেন। তবে তিনি স্থায়ী বন্দোবস্ত করার পূর্বে জমি জরিপের পরামর্শ দেন। অপরদিকে দলিল বিভাগের প্রধান জেমস্ গ্রান্ট, জন শোরের তীব্র বিরোধিতা করে বলেন যে মোগল যুগে জমির মালিকানা ছিল সরকারের হাতে এবং জমিদার ছিল রাজস্ব-সংগ্রাহক মাত্র। এই নিয়ে স্যার জন শোর ও জেমস্ গ্রান্টের মতানৈক্য লক্ষ করা যায়। শেষ পর্যন্ত লর্ড কর্নওয়ালিশ স্যার জন শোরের মতই গ্রহণ করেন।
Leave a reply
You must login or register to add a new comment .