ইকোসিস্টেমের গঠন প্রণালী
নির্দিষ্ট জায়গায় বসবা জীবগোষ্ঠীর ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। গঠন গত বিবেচনায় বাস্তুতন্ত্রকে ছয়টি উপাদানে ভাগ করা যায়। এই উপাদানগুলি হল – (i) অজৈব পদার্থ, যথা— কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি। (ii) জৈব পদার্থ, যথা— প্রোটিন, কার্বহাইড্রেট, ফ্যাট প্রভৃতি, (iii) প্রাকৃতিক পরিবেশ, যথা—মাটি, উয়তা ও অন্যান্য ভৌত পদার্থ। এই তিনটি উপাদান নিয়ে বাস্তুতন্ত্রের অজৈব অংশ গঠিত। এছাড়া অপর তিনটি উপাদান নিয়ে জৈব অংশ গঠিত। এই তিনটি উপাদান হল – (iv) উপাদক জীবসমূহ – এরা স্বভোজী উদ্ভিদ, খনিজলবণ, কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি অজৈব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে। (v) বড় মাপের খাদক—এরা পরভোজী প্রাণী এবং উৎপাদকের দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করে অথবা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে, (vi) ছোট মাপের খাদক— এরাও পরভোজী জীব এবং মৃত প্রাণীর দেহে অবস্থিত জটিল দ্রব্যগুলি থেকে পুষ্টি বহন করে ও উৎপাদকের প্রয়োজনীয় অজৈব পদার্থ বর্জন করে।
Leave a reply
You must login or register to add a new comment .