আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য
আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ —
1. কোনো দেশে এক বছরে শেষ উৎপন্ন দ্রব্য ও সেবার মোট অর্থমূল্যকে মোট জাতীয় আয় বলে। এই জাতীয় আয় হলো আর্থিক জাতীয় আয় ।
অপরদিকে, প্রকৃত জাতীয় আয় হলো অর্থমূল্য বাদ দিয়ে কোনো দেশে এক বছরে শেষ পর্যায়ের দ্রব্য ও সেবার মোট উৎপাদন।
2. কোনো বছরের আর্থিক জাতীয় আয় প্রকাশিত হয় সেই বছরের চলতি দামের হিসাবে।
অপরদিকে, বাস্তব বা প্রকৃত আয় প্রকাশিত হয় ভিত্তি বছরের দামে বা স্থির দামের হিসাবে।
3. জাতীয় আয়ের পরিমাপের সময় আর্থিক জাতীয় আয়ের ক্ষেত্রে দামের পরিবর্তনের প্রভাবে অর্থ নামক মাপকাঠির হ্রাস-বৃদ্ধি ঘটতে দেওয়া হয়।
অপরদিকে, বাস্তব জাতীয় আয়ের ক্ষেত্রে অর্থ নামক মাপকাঠির হ্রাস-বৃদ্ধি ঘটতে দেওয়া হয় না।
4. আর্থিক জাতীয় আয় থেকে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বা দেশবাসীর বাস্তব জীবনযাত্রার মানের পরিচয় পাওয়া যায় না।
কিন্তু কোনো দেশে আর্থিক উন্নতি ঘটছে কি না বা জনসাধারণের বাক্ষ্ম স্তব জীবনযাত্রার মান তুলনামুলকভাবে ভালো যাচ্ছে কি না তা প্রকৃত জাতীয় আয়ের হিসাবে পাওয়া যায়।
5. ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে দাম সূচক বৃদ্ধি পেলে আর্থিক জাতীয় আয় বৃদ্ধি পায়।
অপরদিকে, দাম বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পেলে আর্থিক জাতীয় আয় হ্রাস পেলেও বাস্তব জাতীয় আয় বৃদ্ধি পায়।
Leave a reply
You must login or register to add a new comment .