Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



আকরিক লোহার শ্রেণীবিভাগ করো।

আকরিক লোহার শ্রেণীবিভাগ

খনি থেকে উত্তোলিত আকরিক লোহার মধ্যে কতটা পরিমাণ বিশুদ্ধ লোহা আছে , সেই অনুসারে আকরিক লোহাকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়—

ম্যাগনেটাইট

সর্বোৎকৃষ্ট আকরিক লোহা। দেখতে কালো , এতে লোহা থাকে প্রায় ৭২ শতাংশ।

হেমাটাইট

দেখতে কিছুটা লালচে। এতে লোহা থাকে গড়ে ৭০ শতাংশ বা তার কম।

লিমোনাইট

দেখতে অনেকটা হলদে-বাদামি , এতে লোহা থাকে গড়ে ৬০ শতাংশ।

সিডেরাইট

দেখতে ধূসর-বাদামি। এতে লোহার ভাগ খুব কম , গড়ে ৪৮ শতাংশ মাত্র।

এই চার শ্রেণির আকরিক লোহার মধ্যে ভারতের অধিকাংশ আকরিক লোহা হেমাটাইট জাতীয়। কর্ণাটকের কুদ্রেমুখ এবং অন্যান্য দু-একটি খনি থেকে ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা উত্তোলন করা হয়।

Leave a reply