আইহােল শিলালেখ
বাতাপির চালুক্যবংশের সর্বশ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী (৬১০-৬৪২ খ্রীঃ)-র রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযােগ্য ঐতিহাসিক উপাদান হইল আইহােল শিলালেখ। আইহােল প্রশস্তির রচয়িতা ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। তিনি স্তম্ভগাত্রে দ্বিতীয় পুলকেশীর রাজত্বকালের যাবতীয় তথ্য উৎকীর্ণ করিয়াছিলেন। এই শিলালেখ হইতে জানা যায় যে দ্বিতীয় পুলকেশী দাক্ষিণাত্যে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী নরপতি করে তুলেছিলেন।
Read More
- দ্বাদশ অঙ্গ কী?
- মহাভিনিষ্ক্রমণ কী?
- প্রতিবাদী আন্দোলন বলতে কী বােঝ?
- ধর্মচক্র প্রবর্তন কী?
- অষ্টাঙ্গিক মার্গ কী?
- বৌদ্ধধর্মে আর্যসত্য কী?
- লিপির গুরুত্ব কী? বা লিপি থেকে কী জানা যায়?
- হরপ্পা সভ্যতাকে ‘তা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা’ বলা হয় কেন?
- জাতিপ্রথার ক্রটি উল্লেখ কর।
- আইহােল শিলালেখ কি?
- হীনযান বলতে কাদের বােঝানাে হত ?
- মহাযান কি?
- মধ্যপন্থা অথবা, মঝঝিম কী ?
- অনুলােম প্রতিলােম বিবাহ কাকে বলে?
- নির্বাণ কি?
- “জিন” কি?
- ত্রি-রত্ন কি?
- পঞ্চ মহাব্রত কি?
- শ্রেণি বা নিগম বা সংঘ বলতে কি বােঝ?
Leave a reply
You must login or register to add a new comment .