কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে সরলরেখায় অবস্থান না করে পরস্পর সমকোণে অবস্থান করে। এই সময় চাঁদের নিকটবর্তী অঞ্চলে চান্দ্র জোয়ার ও বিপরীত দিকে সূর্যের নিকটবর্তী অঞ্চলে সৌর জোয়ার হলেও চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিরোধী হওয়ায় জোয়ার তত প্রবল হয় না। এরূপ জোয়ারকে মরা জোয়ার বা মরা কোটাল বলে।
অষ্টমী তিথিতে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার দুটিই কম প্রবল হয়। এই সময় চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে প্রত্যক্ষ জোয়ার এবং বিপরীত স্থানে সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে পরোক্ষ জোয়ার বলা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .