অরণ্যের বস্তুতন্ত্র
অজীবজাত উপাদান
সূর্য, মাটি, বাতাস, মাটির জল, খনিজ পদার্থ ইত্যাদি।
জীবজাত উপাদান
খাদক
(i) প্রাথমিক খাদক
বিভিন্ন রকমের তৃণভোজী প্রাণী যেমন— হরিণ, ছাগল, মহিষ, গোরু, শুয়োর ইত্যাদি। উদ্ভিদের ফলমুল, বীজ ইত্যাদি ভক্ষণকারী প্রাণী যেমন – ইঁদুর, ছোটো পাখি, কীটপতঙ্গ ইত্যাদি।
(ii) গৌণ খাদক
ব্যাং, ছোটো ছোটো পাখি (যারা কীটপতঙ্গ ভক্ষণ করে) ছোটো ছোটো মাংসাশী প্রাণী, যেমন— নেকড়ে, শিয়াল, হায়না প্রভৃতি।
(iii) প্রগৌণ বা সর্বোচ্চ খাদক
বাজপাখি, ঈগল, বাঘ, সিংহ ইত্যাদি।
বিয়োজক
নানান ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া।
বাস্তুতন্ত্রগঠন
বনভূমির সবুজ উদ্ভিদের অজৈব উপাদান (CO2H2O) সংগ্রহ করে সৌলশক্তির সাহায্যে খাদ্য তৈরি করে। প্রাথমিক খাদকেরা অর্থাৎ তৃণভোজী প্রাণীরা ঐ খাদ্য গ্রহণ করে। গৌণ খাদকেরা প্রাথমিক খাদকদের এবং প্রগৌণ খাদকেরা খাদ্য হিসাবে গ্রহণ করে। উৎপাদক ও খাদকের মৃত্যুর পর বিয়োজক কর্তৃক পুনরায় অজৈব বস্তুতে বিয়োজিত হয়। ফলে বনভূমির বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .