অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও সাধারণ প্রতিফলনের পার্থক্য
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও সাধারণ প্রতিফলনের পার্থক্য গুলি হল—
সাধারণ প্রতিফলন | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন |
---|---|
যে-কোনো মাধ্যম থেকে আলোকরশ্মি অন্য মাধ্যমে এসে আপতিত হলে আলোকরশ্মির সাধারণ প্রতিফলন হয়। | আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আপতিত হতে হবে। |
যে-কোনো আপতন কোণের জন্য সাধারণ প্রতিফলন হয়। | সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। |
আলোকরশ্মির কিছু অংশ প্রতিফলক দ্বারা শোষিত হয় এবং কিছু অংশ প্রতিসৃত হয়। | আলোকরশ্মির সম্পূর্ণ অংশই বিভেদতল দ্বারা প্রতিফলিত হয়। তাই একে পূর্ণ প্রতিফলন বলে। |
সাধারণ প্রতিফলনে প্রতিবিম্ব কম উজ্জ্বল হয়। | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয়। |
প্রতিফলকের দরকার হয়। | মাধ্যমদ্বয়ের বিভেদতল প্রতিফলক হিসাবে কাজ করে। |
Leave a reply
You must login or register to add a new comment .