অভয়ারণ্য বা স্যাংচুয়ারি
অভয়ারণ্য বা স্যাংচুয়ারি (sanctuary) বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যেমন – দক্ষিণবঙ্গের লোথিয়ান আইল্যান্ড (কুমির, ভোঁদড়, ময়ূর ইত্যাদি); উত্তরবঙ্গের গোরুমারা অভয়ারণ্য (একশৃঙ্গী গণ্ডার, হাতি, বাঘ ইত্যাদি)। পরিবেশ ও বনদপ্তরের আইন অনুযায়ী অভয়ারণ্যের সম্পদ নষ্ট করা যায় না। তবে জনসাধারণ অভয়ারণ্যের কিছু কিছু জায়গায় অনুমতি নিয়ে আমোদ-প্রমোদ করতে পারে। অভয়ারণ্যে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় ও জনসাধারণকে বন্যপ্রাণী সম্বন্ধে সচেতন করা যায়। ভারতে বর্তমানে ৫৩৫টি অভয়ারণ্য আছে।
Leave a reply
You must login or register to add a new comment .