অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ
অবনত ভূমি
বায়ু অপসারণ প্রক্রিয়ায় বিশাল আয়তনযুক্ত গর্ত সৃষ্টি করে অবনত ভূমির সৃষ্টি করে। উদাহরণ—মিশরের নীলনদের বামদিকে কাতারা।
ধান্দ
বায়ুর অপসারণ প্রক্রিয়ায় মরু অঞ্চলে ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয়। এদের রাজস্থানে ধান্দ বলে।
মরূদ্যান
বায়ুর অপসারণ প্রক্রিয়ায় ধান্দগুলি সুগভীর হয়ে জলস্তর পর্যন্ত চলে গেলে তখন সেখানে জল বেরিয়ে এসে মরূদ্যানের সৃষ্টি করে।
Leave a reply
You must login or register to add a new comment .