অধীনতামূলক মিত্ৰতা নীতি
১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট মিশরের রাজার সঙ্গে মিত্রতা করে ভারত আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাতে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়েছিল। এই মিত্রতা প্রয়োগ করে ওয়েলেসলি ভারতীয় রাজন্যবর্গকে ব্রিটিশ সরকারের অধীনে আনতে চেয়েছিলেন।
এই নীতির শর্ত হল, যে সমস্ত রাজ্য এই মিত্রতানীতি মেনে চুক্তিবদ্ধ হবে কোম্পানি তাদের বহিঃশত্রু ও অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে রক্ষা করবে। চুক্তিবদ্ধ রাজ্য তাদের রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য রাখতে বাধ্য থাকবে। সেই ব্রিটিশ সৈন্যের ব্যয়ভার বহনের জন্য সেই রাজ্য নগদ টাকা অথবা রাজ্যের একটা অংশ ইংরেজদের দিয়ে দেবে। কোম্পানির অনুমতি ছাড়া সেইরাজ্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ বা সন্ধি করতে পারবে না, কোনো ইউরোপীয় কর্মচারী নিয়োগ করতে পারবে না, যারা নিযুক্ত আছে তাদের ছাঁটাই করতে হবে। এই অধীনতামূলক মিত্রতানীতি আসলে ব্রিটিশ রাজশক্তিকে সার্বভৌম ক্ষমতায় প্রতিষ্ঠিত করার একটি অস্ত্র।
Leave a reply
You must login or register to add a new comment .