অধিবর্ষ কাকে বলে
৩৬৫ দিনে এক বছর ধরলে প্রতি বছর ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা প্রায় ৬ ঘণ্টা সময় বেশি হয় , ফলে চারবছর অন্তর এক দিন বেশি হয়। এই অসুবিধা দূর করার জন্য চার বছর অন্তর বছরকে এক দিন বাড়িয়ে ৩৬৬ দিন ধরা হয় , একেই অধিবর্ষ বা Leap year বলে। তাই চারবছর অন্তর ক্যালেন্ডারে একদিন যোগ হয়।
অধিবর্ষকালে ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়। তবে চার বছর অন্তর এক দিন বাড়িয়েও সমস্যার সমাধান করা যায়নি , কারণ চার বছরে ৪৪ মিনিট ৫৬ সেকেন্ড ( ১১ মিঃ ১৪ সেঃ x ৪ ) অতিরিক্ত সময় ধরে নেওয়া হয়। এই সমস্যা সমাধানের জন্য শতাব্দীর যে বছরগুলি ৪০০ দিয়ে বিভাজ্য সেই বছরগুলিকে কেবল অধিবর্ষ ধরা হয়। যেমন ২০০০ সাল অধিবর্ষ ছিল , কিন্তু ১৮০০ ও ১৯০০ সাল অধিবর্ষ ছিল না। পরবর্তী ২১০০ সালও অধিবর্ষ হবে না।
Leave a reply
You must login or register to add a new comment .