অক্ষাংশ
নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থান এবং নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। কৌণিক দূরত্ব সাধারণত ডিগ্রিতে লেখা হয়।
পৃথিবীর কোনও স্থানের অক্ষাংশ কত তা বের করতে হলে সেই স্থান (ছবিতে P বিন্দু) থেকে
পৃথিবীর কেন্দ্র (O বিন্দু) পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার স্থানটি যে-দ্রাঘিমা রেখায় রয়েছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু (Q) থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আর একটি ব্যাসার্ধ টানতে হবে। ঐ দুই ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করবে (∠POQ) সেই কোণই হবে নিরক্ষীয় তল থেকে ঐ স্থানের কোণিক দূরত্ব বা অক্ষাংশ। পাশের ছবিতে এই কোণিক দূরত্ব হল ৫০°। যেহেতু P স্থানটি নিরক্ষরেখার উত্তরে রয়েছে, তাই P স্থানটির অক্ষাংশ হল ৫০° উত্তর।
একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত জায়গার অক্ষাংশ সমান হয়। সর্বনিম্ন অক্ষাংশ ০° এবং সর্ব্বোচ্চ অক্ষাংশ ৯০° উত্তর বা দক্ষিণ। অক্ষাংশের ব্যবধানে তাপমাত্রার পার্থক্য হয়, কাজেই জলবায়ুরও পার্থক্য ঘটে।
Read More
- টীকা লেখো : আন্তর্জাতিক তারিখরেখা
- টীকা লেখো : স্থানীয় সময়।
- টীকা লেখো : ভারতীয় প্রমাণ সময়
- টীকা লেখো : প্রমাণ সময়।
- টীকা লেখো : প্রতিপাদ স্থান।
- টীকা লেখো : am ও pm
- টীকা লেখো : দ্রাঘিমা।
- টীকা লেখো : নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা।
- টীকা লেখো : মহাবৃত্ত।
- টীকা লেখো : গ্রিনিচের সময়।
- টীকা লেখো : সমাক্ষরেখা ও দেশান্তর বা দ্রাঘিমারেখা।
Leave a reply
You must login or register to add a new comment .