উষ্ণতা হ্রাসের গড়
সাধারণত প্রতি 1,000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.40 সেলসিয়াস হারে (প্রতি 300 ফুটে 1° ফারেনহাইট) বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে ‘উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার’ বা ‘উষ্ণতা হ্রাসের গড়’ বলে। উষ্ণতা কমে যাওয়ার পরিমাণ সব ময়ে সমান হয় না, দিন-রাত্রিতে এবং ঋতুভেদেও উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের তারতম্য হয়।
উদাহরণ
শিলিগুড়ি থেকে দার্জিলিং-এর দূরত্ব বেশি নয়, কিন্তু যেহেতু দার্জিলিং শিলিগুড়ি থেকে অনেক উঁচুতে অবস্থিত। সেইজন্য দার্জিলিং-এর তাপমাত্রা সবসময়েই শিলিগুড়ি থেকে কম হয়।
Read More
- পরিচলন বৃষ্টি কাকে বলে ? পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- বৃষ্টিচ্ছায় অঞল কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হওয়ার কারণ কী? উদাহরণ দাও।
- ঘূর্ণবাত বৃষ্টিপাত কাকে বলে? ঘূর্ণবাত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? এই বৃষ্টিপাতের শর্তগুলি কী কী?
- নিরপেক্ষ আদ্রর্তা (চরম আদ্রর্তা) ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখাে।
- মরু অঞ্চলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ ও রাত্রিবেলা উত্তাপ কম থাকে কেন?
- মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?
- নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Leave a reply
You must login or register to add a new comment .